প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলে মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, ‘শেখ হাসিনা থাকলে দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। তার বিচক্ষণতায় দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বিধায় আমরা সুফল ভোগ করছি।’
মঙ্গলবার দুুপুরে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে জেলা যুবলীগ আয়োজিত অসহায় দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
জেলা যুবলীগের সহ-সভাপতি সুধির রায়ের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু সফি সবুজ। এতে স্বাগত বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
অনুষ্ঠানে ২৫ জনকে হুইল চেয়ার, ৬ জনকে রিকসা, ২০ জনকে সেলাই মেশিন ও এক’শ জনকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ইফতার পার্টি না করে ইফতারের টাকা দিয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়া হয়।