বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিধা-বিভক্তি মন্দ কিছু ইঙ্গিত করে না: ইসি আহসান

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৮ এপ্রিল, ২০২৩ ১০:২২

এই নির্বাচন কমিশনার বলেন, অধিকাংশ ক্ষেত্রে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। কিছু ক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত হয়। দ্বিধা-বিভক্ত কিন্তু মন্দ কিছু ঈঙ্গিত করে না, বরং কমিশনাররা যে স্বাধীনভাবে মতামত দিতে পারেন তা প্রতিফলিত হয়।

নির্বাচন কমিশন অধিকাংশ ক্ষেত্রে সর্বসম্মত সিদ্ধান্ত নিলেও কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

মঙ্গলবার নিউজবাংলার এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। তার মতে, দ্বিধা-বিভক্তি মন্দ কিছু না। কমিশনাররা যে স্বাধীনভাবে মতামত দিতে পারেন তা প্রতিফলিত হয় এতে।

গত ১৪ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। রোডম্যাপে ১৪টি চ্যালেঞ্জ ও তা মোকাবিলায় ১৯ দফা কর্মপরিকল্পনার উল্লেখ করেছে সাংবিধানিক সংস্থাটি।

রোডম্যাপ অনুযায়ী অনধিক ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), ভোটকক্ষে সিসি ক্যামেরা ব্যবহার, আরপিও ও নির্বাচনী আচরণবিধি সংশোধনের বিষয়ে কথা বলা ছিল। কিন্তু অর্থের অভাবে ইভিএম থেকে সরে আসে ইসি।

এ সব বিষয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, লণ্ডভণ্ড তো একেবারেই হয়নি বরং আমরা রোডম্যাপ থেকে বেশ এগিয়েই আছি। রেডম্যাপ হচ্ছে ভবিষ্যৎ প্রক্ষেপণ, তাতে সময়ের প্রয়োজনে এবং উবুদ্ধ পরিস্থিতির কারণে কিছু কিছু পরিবর্তন আসতেই পারে।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। কিছু ক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত হয়। দ্বিধা-বিভক্ত কিন্তু মন্দ কিছু ঈঙ্গিত করে না, বরং কমিশনাররা যে স্বাধীনভাবে মতামত দিতে পারেন তা প্রতিফলিত হয়।

এটাই কর্পোরেট কালচার, গণতন্ত্রের ডিসেন্সি উল্লেখ করে এই ইসি বলেন, সুচিন্তিত মতামত অভিন্ন হতে পারে বা ভিন্নতরও হতে পারে। ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে গত ৬ এপ্রিল মাননীয় সিইসি মহোদয় বিশ্লেষণধর্মী কর্ণনা দিয়েছেন। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই।

ভয়ভীতিহীন, অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ তৎপর জানিয়ে তিনি বলেন, নিজেদের মেয়াদের প্রথম বছরে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে তাতে যেখানে বাধা, অনিয়মের অভিযোগ এসেছে সেখানেই ব্যবস্থা নেয়া হয়েছে। আগামীতে সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা সব সময় আশ্বস্ত করতে চাই।

ইসি আহসান হাবিব বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে পালন করবো ইনশাল্লাহ। পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করি। আশা করি ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।

এ বিভাগের আরো খবর