বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশজুড়ে তাপপ্রবাহের মাঝে সিলেটে স্বস্তির বৃষ্টি

  • প্রতিবেদক, সিলেট   
  • ১৭ এপ্রিল, ২০২৩ ২৩:২১

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘কোম্পানীগঞ্জসহ দুই-একটি এলাকায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো সিলেটেই আজ রাতে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি গরম কমানোর পাশপাশি বোরো ধানের জন্যও ভালো হবে। তবে আগামী সপ্তাহে টানা বৃষ্টিতে অকাল বন্যার আশঙ্কা রয়েছে।’

দেশজুড়ে চলছে টানা তীব্র তাপপ্রবাহ। জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এর মাঝেই স্বস্তির বৃষ্টি ঝরেছে সিলেটে। সোমবার রাত ৯টা থেকে বৃষ্টি শুরু হয় সিলেটের কোম্পানীগঞ্জে। রাত ১০টার দিকে তা ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে রূপ নেয়।

বৃষ্টির দেখা মেলায় সিলেটের আবহাওয়ায়ও স্বস্তির আভাষ। পুরো সিলেটজুড়েই রাত থেকে শীতল বাতাস বইছে। একইসঙ্গে আকাশে চলছে বিদ্যুতের চমকানি। মহানগরসহ আরও দুই-একটি উপজেলায় ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ঝরতে শুরু করেছে।

রাতে পুরো জেলায় বৃষ্টির আশা করছে আবহাওয়া অধিদপ্তর।

কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকার বাসিন্দা সোহরাব হোসেন জানান, সোমবার রাত ৯টার দিকে এলাকায় বৃষ্টি শুরু হয়। ক্ষণে ক্ষণে বৃষ্টির প্রকোপ বাড়তে থাকে। রাত ১০টার দিকে ঝড় ও শিল্পবৃষ্টি শুরু হয়।

টানা গরমে হাপিত্যেশ ওঠার পর এই বৃষ্টিতে প্রকৃতি শীতল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কোম্পানীগঞ্জে সোমবার রাতে নামে স্বস্তির বৃষ্টি। ছবি: নিউজবাংলা

সন্ধ্যার পর থেকে বাতাস ক্রমশ শীতল হতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী অনেকে। তাদের একজন জিন্দাবাজার এলাকার ব্লু ওয়াটার শপিং সিটির ব্যবসায়ী আব্দুল কাইয়ুম বলেন, ‘তীব্র গরমের বিরূপ প্রভাব পড়েছে ঈদের কেনাকাটায়ও। মানুষ গরমে ঘরের বাইরে বের হওয়ারই ভরসা পাচ্ছে না। ঈদের ব্যবসাও কমে গিয়েছিল।

‘একে গরম ও তার ওপর লোডশেডিং। সন্ধ্যার পর থেকে কিছুটা শীতল বাতাস বইতে শুরু হওয়ায় আমরা ব্যবসা নিয়েও একটু আশান্বিত হয়েছি। কেননা গরম অনেকটাই কমেছে।’

এদিকে সিলেট জুড়েই রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জসহ দুই-একটি এলাকায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো সিলেটেই আজ রাতে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি গরম কমানোর পাশপাশি বোরো ধানের জন্যও ভালো হবে। তবে আগামী সপ্তাহে টানা বৃষ্টিতে অকাল বন্যার আশঙ্কা রয়েছে।’

এ বিভাগের আরো খবর