শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকার নকলা-নাকুগাঁও মহাসড়কের পাশে রেখে দেয়া বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নকলা উপজেলার দামনা গ্রামের মোটরসাইকেল চালক ৩৬ বছর বয়সী সাইফুল ইসলাম ও নালিতাবাড়ী উপজেলার তন্তর গ্রামের মোটরসাইকেল আরোহী ৩৫ বছর বয়সী আব্দুর রশিদ । আহত আরোহী হলেন-নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের ২৮ বছর বয়সী শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নকলা থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে চালকসহ ৩ জন নালিতাবাড়ীর দিকে আসছিলেন। পথিমধ্যে নালিতাবাড়ী শহরের অদূরে নয়ানিকান্দা পৌর গরুহাটি এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা খুঁটির সাথে ধাক্কা লেগে তিনজনই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই চালক সাইফুল ইসলাম ও আরোহী আব্দুর রশিদ মারা যান। গুরুতর আহত হন অপর আরোহী শহিদুল।
এসময় স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া আফরিন সেবা বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত অপরজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।