বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হঠাৎ এতো অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৭ এপ্রিল, ২০২৩ ১৯:৫৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একটি টিম আগে থেকেই কাজ করছিল। প্রধানমন্ত্রী তদন্তের নির্দেশনা দিয়েছেন। তারপর আরও বেশ কিছু বিষয় তদন্তে যোগ করা হয়েছে। এসব কিছুর পেছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, কোনো নাশকতা থাকে বা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়ে থাকে... সেসবও আমাদের কাছে চলে আসবে। আমরা সেজন্য কাজ করছি।’

হঠাৎ করে একে একে এতো অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে তার তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আগুন লাগার মূল কারণ ও উৎস কী, সেসব বিষয় তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একটি টিম আগে থেকেই কাজ করছিল। প্রধানমন্ত্রী তদন্তের নির্দেশনা দিয়েছেন। তারপর আরও বেশ কিছু বিষয় তদন্তে যোগ করা হয়েছে। এসব কিছুর পেছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, কোনো নাশকতা থাকে বা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়ে থাকে... সেসবও আমাদের কাছে চলে আসবে। আমরা সেজন্য কাজ করছি।’

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের রাজনৈতিক অ্যাক্টিভিস্ট (সক্রিয় কর্মী) হিসেবে পরিচয় দিয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তারা কোন দলের কর্মী সে বিষয়ে তদন্তের পর জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

আসাদুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডে যারা সর্বস্বান্ত হয়েছেন, প্রধানমন্ত্রী সবসময় তাদের জন্য চিন্তা-ভাবনা করছেন। ব্যবস্থা নিচ্ছেন। বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৪টা গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে গাড়িগুলো আগুন নেভাবে সেগুলো ভাঙচুর করা হলো। ভিডিওর মাধ্যমে আমরা সন্দেহভাজনদের চিহ্নিত করে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

আসাদুজ্জামান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবে ভাঙচুর করেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন দলের অ্যাক্টিভিস্ট বলে তারা পরিচয় দিয়েছে। এসব কিছু নিয়েই আমাদের তদন্ত চলছে। আশা করি, তদন্তের পর আরও কিছু জানাতে পারব।’

এ বিভাগের আরো খবর