বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: সোনার বাংলা এক্সপ্রেসের চালকসহ বরখাস্ত ৪

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ১৭ এপ্রিল, ২০২৩ ১৯:১৯

রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে ভুল সিগন্যালের কারণে ঢাকামুখী সোনার বাংলা ট্রেনের সঙ্গে একটি মালবাহীর ট্রেনের সংঘর্ষ হয়। তিন ঘণ্টা পর ডাবল লাইন থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ফের ট্রেন চালু হয়।

কুমিল্লা নাঙ্গলকোটের হাসনপুরে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে চারজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে বিভাগ।

এ চারজন হলেন-সোনার বাংলা ট্রেনের লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোকো মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার), ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন) এবং হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদ।

এদিকে দুর্ঘটনার পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই দুই তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

দুই তদন্ত কমিটির একটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। অন্যটি রেলওয়ে বিভাগ।

কুমিল্লা জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মোশারেফ হোসেনকে, কমিটির সদস্য সচিব করা হয়েছে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুবকে। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, কুমিল্লা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমান ও লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন।

অন্যদিকে রেলওয়ের পক্ষে যে তদন্ত কমিটি করা হয়েছে সেখানে বিভাগীয় পরিবহন কমকর্তা রেলওয়ে চট্টগ্রামকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটিকে গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকেও আগামী তিন কার্য দিবসে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এদিকে সোমবার মধ্যরাতে উদ্ধার কাজ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন লাকসাম রেলওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দিন।

তিনি বলেন, দুই ট্রেনের মধ্যে সোনার বাংলা ট্রেনের ৮ টি এবং মালবাহী ট্রেনের ২ টি বগিসহ মোট ১০ টি বগি ক্ষতিগ্রস্ত হয়।

রোববার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে ভুল সিগন্যালের কারণে ঢাকামুখী সোনার বাংলা ট্রেনের সঙ্গে একটি মালবাহীর ট্রেনের সংঘর্ষ হয়। তিন ঘণ্টা পর ডাবল লাইন থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ফের ট্রেন চালু হয়।

এ বিভাগের আরো খবর