ফরিদপুরে স্বামী নির্মল মিত্রকে হত্যার দায়ে গৃহবধূ ফুলমালা মিত্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেয়া হয়েছে।
সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় ফুলমালা মিত্র আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, নির্মলের স্ত্রী ফুলমালার সঙ্গে তার মেয়ের শ্বশুর নীল কমল মণ্ডলের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি ফুলমালার স্বামী নির্মল মিত্র জেনে গেলে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ ঘটনার জেরে ফুলমালা ও নীল কমল মণ্ডল মিলে ২০২১ সালের ১২ জানুয়ারি রাতে নির্মলকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। নির্মল অচেতন হয়ে পড়লে তার গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত নির্মলের ছোট ভাই পরিমল মিত্র বাদী হয়ে ফুলমালা ও নীল কমল মণ্ডলকে আসামি করে ২০২১ সালের ১৩ জানুয়ারি মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরদিন নীল কমল বিষপানে আত্মহত্যা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) তোতা মিয়া বলেন, ২০২১ সালের ১ এপ্রিল ফুলমালাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন।
রায়ে সন্তুষ্ট প্রকাশ করে মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নওয়াব আলী মৃধা বলেন, মেয়ের শ্বশুরের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য স্বামীকে হত্যা করেন ফুলমালা। এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সমাজের শৃঙ্খলা বিধানে এ রায় ভূমিকা রাখবে।