বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ে তদন্তে নামছে ফায়ার সার্ভিসের কমিটি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৭ এপ্রিল, ২০২৩ ১৪:৫৮

ফায়ার সার্ভিসের এই কমিটিকে তদন্তকাজের জন্য ৫ কার্যদিবস সময় দেয়া হয়েছে।

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুনের কারণ অনুসন্ধানসহ সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করতে পাাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল ইসলামকে প্রধান করে রোববার এই কমিটি গঠন করা হয় বলে জানানো হয়। ফায়ার সার্ভিসের এই কমিটিকে তদন্তকাজের জন্য ৫ কার্যদিবস সময় দেয়া হয়েছে।

এর আগে একই ঘটনায় রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৯ সদস্যের একটি কমিটি করে। এই কমিটিকে ৩ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ঢাকা নিউ মার্কেট সংলগ্ন মার্কেটটিতে শনিবার ভোররাত ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এর পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় ২৭ ঘণ্টার বেশি সময় পর।

ফায়ার সার্ভিস জানায়, মার্কেটে বিপুল পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সময় লেগেছে।

এ বিভাগের আরো খবর