ফায়ার সার্ভিস রূপগঞ্জের মইকুলি এলাকার কারখানাটিতে সোমবার ১২টা ৪৬ মিনিটে আগুন ধরার খবর পায়। তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১টা ১০ মিনিটে।
রাজধানীর উত্তরার বিজিবি বাজারে আগুনের রেশ না কাটতেই একই ধরনের ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি কারখানায়।
ফায়ার সার্ভিস রূপগঞ্জের মইকুলি এলাকার কারখানাটিতে সোমবার ১২টা ৪৬ মিনিটে আগুন ধরার খবর পায়। তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১টা ১০ মিনিটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাহিনীর দুটি ইউনিট। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।