রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
উত্তরার মেইন রোডে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৮ বছর বয়সী মো. ফোরকান আলীর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি থানার কালিহাতীতে।
ফোরকানকে হাসপাতালে নিয়ে আসা তার আত্মীয় কাজী হেদায়েত বলেন, ‘ফোরকান আলী কাপড়ের লটের ব্যবসা করতেন। তার বাসা বনানী ডিও এস এইচ। রাতে তিনি বাসা থেকে বের হয়ে উত্তরা জসিমউদ্দীন রোডের একটি গার্মেন্টস থেকে স্টক কাপড় কেনার জন্য বাইক চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
‘পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার রাত ৯টার দিকে তাকে মৃত বলে জানান।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।