রোববার রাত ৯টার কিছুক্ষণ পর এই আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রাজধানীর শেরে বাংলা নগর থানার পাশে বিএনপি বাজারের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার রাত ৯টার কিছুক্ষণ পর এই আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে রাত পৌনে ১০টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।