পবিত্র ঈদুল-ফিতরকে কেন্দ্র করে ১৮ এপ্রিল মঙ্গলবার থেকে পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরিতে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরিতে মোটরসাইকেল পারপার করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শনিবার এ সিদ্ধান্ত নিয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিআইডাব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেন। চ্যানেলের নাব্য সংকট ইতোমধ্যে নিরসন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে মোট ২টি ফেরি মিডিয়াম ফেরি কুঞ্জলতা ও কেটাইপ ফেরি কুমিল্লা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। পন্টুন, চ্যানেলসহ যাবতীয় বিষয় প্রস্তুত করা হবে। তবে মোটরসাইকেলের চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে।
ঈদ-পরবর্তী প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে। শিমুলিয়ায় মোট ৪টি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হবে। ফেরিতে মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা।
এদিকে নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও ইতোধ্যেই পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত নেয়া হয়। পদ্মা সেতুর ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ পিলারের মধ্য দিয়ে ফেরি সার্ভিস চালানোর অনাপত্তি দেয় সেতু কর্তৃপক্ষ।