বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পানিখেলায় মাতোয়ারা বান্দরবানের মারমারা

  • প্রতিনিধি, বান্দরবান   
  • ১৫ এপ্রিল, ২০২৩ ১৮:০৭

মৈত্রী পানিখেলা উৎসবে যোগ দিতে বিকেল থেকে দলে দলে মারমা তরুণ-তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান নেয়। এরপর চারদিকে মারমা সঙ্গীতের মূর্ছনা, নাচ-গান আর পানিখেলায় আনন্দে মেতে উঠে শিশুসহ সবাই। এই মৈত্রী উৎসবে বিদেশিরাও অংশগ্রহণ করে।

নববর্ষ উপলক্ষ্যে সাংগ্রাই এর মৈত্রী পানিখেলায় মেতে উঠেছিল বান্দরবানের মারমা সম্প্রদায়। শনিবার বিকেলে জেলা শহরের রাজার মাঠে পানি বর্ষণে মেতে উঠে তারা।

মৈত্রী পানিখেলা উৎসবে যোগ দিতে বিকাল থেকে দলে দলে মারমা তরুন-তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান করে। এ সময় চারিদিকে মারমা সঙ্গীতের মূর্ছনা, নাচ-গান আর পানি খেলায় আনন্দে মেতে উঠে শিশুসহ সবাই। এই মৈত্রী পানি বর্ষণ উৎসবে বিদেশীরাও অংশগ্রহণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আদিবাসী নেতারা। এ সময় হাজার হাজার পাহাড়ি-বাঙালি মৈত্রী পানিখেলা উপভোগ করে। বিকেল থেকে একই স্থানে মারমাদের বিভিন্ন শিল্পীগোষ্ঠী গান পরিবেশন করে উৎসব অঙ্গনকে মাতিয়ে রাখে।

ত্রিপুরাদের বৈসুর (বৈ), মারমাদের সাংগ্রাইয়ের (সা) চাকমাদের বিঝুর (বি) থেকে বৈসাবি হলেও বান্দরবানের মারমারা বর্ষবরণের এই উৎসবকে সাংগ্রাই বলে থাকে। এই উৎসব দেখতে প্রতিবছরের মতো এবারও বান্দরবানে দেশি বিদেশী পর্যটকদের ভীর হয়।

বান্দরবান জেলা শহরে শনিবার মধ্যরাতে এই উৎসব শেষ হলেও, জেলার উপজেলাগুলোতে ১৭ এপ্রিল শেষ হবে মারমাদের বর্ষবরণের সাংগ্রাই অনুষ্ঠান।

এ বিভাগের আরো খবর