পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেহেদী হাসান সজিব নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুপুরে উপজেলার গাউছিয়ায় ভুলতা স্কুল এন্ড কলেজের মাঠে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়।
নিহত মেহেদী হাসান সজিবের বয়স ১৬ বছর। উপজেলার গোলাকান্দাইল ইনিয়নের বলাইখা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত রূপগঞ্জ থানার পুলিশ সুপার আবির হোসেন।
নিহতের স্বজন ও সহপাঠিরা জানায়, আজ ভুলতা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার মডেল চেষ্টা পরীক্ষা চলছিলো। পরীক্ষা শেষে সজিব ক্লাসের বাইরে বের হলে তাকে মাঠে নিয়ে যায় সহপাঠিরা। মাঠে যাওয়ার পরপরই তারা সজিবকে কুপিয়ে হত্যা করে। এসময় সজিবকে বাঁচাতে গেলে আরও এক শিক্ষার্থী আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রেম ঘটিত বিষয় নিয়ে সহপাঠিদের সঙ্গে সজিবের বিরোধ চলছিলো বলে জানান আবির হোসেন।
তিনি বলেন, ‘সে বিরোধের জেরে ওই শিক্ষার্থীকে তার সহপাঠিরা হত্যা করেছে বলে ধারণা পুলিশের। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও হত্যা জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।’