বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আটক ১

  • প্রতিনিধি, বাগেরহাট    
  • ১৫ এপ্রিল, ২০২৩ ১৫:০৭

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ বলেন, ‘এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।’

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ একজনকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা।

রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে লেবার গেইট থেকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাত কেজির অধিক কপার ক্যাবলসহ চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়।

আটক ২৫ বছর বয়সী মো. শামীম চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার কাছিয়াপাড় গ্রামের বাসিন্দা।

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে বিপুল তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আমার নির্দেশনায় কোম্পানি কমান্ডার রাজিব হোসাইনের নেতৃত্বে চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের লেবার গেইট এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে সাত কেজির অধিক কপার ক্যাবলসহ চোর চক্রের সদস্য মো. শামীমকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর