স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা রেল স্টেশনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত ঈদ পোষাক বিতরণ করা হয়।
শনিবার সকালে টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে ৫ দিন ব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক বিতরণ কার্যক্রমটির উদ্বোধন করা হয়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক সেলিনা পারভীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল, সাংবাদিক খোকন চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন প্রমুখ।
সংগঠনটির সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন। আগামী পাঁচ দিনে ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে প্রায় দু হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিবেন তারা।
লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ১২ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ, ঈদের নতুন পোশাক বিতরণ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে আসছেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য জুনায়েদ, শাকিল, সাকিব, সালমান, তাসিন, অপু, আনিস ও পরশ।