রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ১৩ ফায়ার ফাইটারসহ ১৯ জন দোকান কর্মচারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস শনিবার ভোররাত ৫টা ৪০ মিনিটে আগুন ধরার খবর পায়। বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৪৩ মিনিটে।
আগুন নিয়ন্ত্রণে ২৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অসুস্থ ব্যক্তিরা হলেন বায়েজিদ (২৫), শাহ আলম (২০), লিমন (২৮), কামাল হোসেন (৩৩), রিফাত( ২৩), তৌফিক (২৪), রাশেশ(২২) ও শান্ত (২৪)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘এ পর্যন্ত ১৩ ফায়ার ফাইটারসহ মোট ১৯ জন পেয়েছি আরও আসার সম্ভাবনা আছে। বিস্তারিত পরে জানানো হবে। সবার নাম সংগ্রহ করা যায়নি।’