ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট সকাল ৯টা ১০ মিনিটে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর নিউ সুপার মার্কেটে শনিবার ভোররাতে ধরা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বাহিনীর ২৮টি ইউনিট সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস শনিবার ভোররাত ৫টা ৪০ মিনিটে আগুন ধরার খবর পায়। বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৪৩ মিনিটে।
আইএসপিআর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন সেনাবাহিনীর সদস্যরা। বিমান বাহিনীর অগ্নিনির্বাপণে সাহায্যকারী দল নিয়ন্ত্রণ তৎপরতায় যুক্ত হয়েছে। বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। কাজ করছে নৌবাহিনীও।
এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে র্যাবের ১২টি টহল ও সাদা পোশাকের পাঁচটি দল। যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ প্লাটুন সদস্যও।