রাজধানীর নিউ সুপার মার্কেটে শনিবার ভোররাতে ধরা আগুন নিয়ন্ত্রণকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে মাঠে নেমেছেন সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের এক বার্তায় বলা হয়, ‘নিউ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন।’
আরেক বার্তায় বলা হয়, ‘নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।’
অন্য একটি বার্তায় বলা হয়, ‘রাজধানীর নিউ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী।’
ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে র্যাবের ১২টি টহল ও সাদা পোশাকের পাঁচটি দল। যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ প্লাটুন সদস্যও।
বঙ্গবাজারসহ কয়েকটি জায়গায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর একই ধরনের ঘটনা ঘটে নিউ সুপার মার্কেটে।
ফায়ার সার্ভিস শনিবার ভোররাত ৫টা ৪০ মিনিটে আগুন ধরার খবর পায়। বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৪৩ মিনিটে।
আগুন নিয়ন্ত্রণে ২৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।