বৈশাখের প্রথম দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মধ্য দুপুরের এমন তাপে ও রোদে পুড়েছেন নগরবাসী।
গত কদিন ধরেই সারা দেশে তাপমাত্রার পারদ চড়ছে। যশোর-চুয়াডাঙ্গায় রেকর্ড ভাঙছে-গড়ছে। ঢাকা শহরেও বাড়ছে তাপামাত্রা। তবে শুক্রবার দুপুর দেড়টার দিকে নতুন রেকর্ড তৈরি হলো নগরে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরে ঢাকায় যে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯৬০ সালের পরে এটা ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। ওই বছরের এপ্রিলে ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া ২০১৪ সালের ১৪ এপ্রিল ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪০ দশমিক ২ ডিগ্রি।
শুধু ঢাকা নয় মাঝারি থেকে তীব্র দাবদাহে পুড়ছে প্রায় পুরো দেশই। সঙ্গে বইছে উষ্ন হাওয়া। ঘরে-বাইরে অস্বস্তিতে কাটছে মানুষের। সূর্যের তাপে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।
প্রচণ্ড গরমে বেড়েছে ডায়রিয়া, জ্বর, সর্দিসহ নানা রোগ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুট্টা, ধান, গমসহ মাঠের অন্যান্য ফসল। নষ্ট হয়ে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। ব্যাহত হচ্ছে কৃষিকাজ।