বিশ্বজুড়ে যে হিংসা, হানাহানি, যুদ্ধ চলছে, তা থেকে পরিত্রাণ ও শান্তির প্রত্যাশা নিয়ে করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা।
সেই প্রত্যাশার ভাষিক প্রকাশের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বাণী ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’কে এবার প্রতিপাদ্য করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে শুক্রবার সকাল ৯টা ৮ মিনিটে এ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটির গন্তব্য শাহবাগ, টিএসসি ঘুরে চারুকলা প্রাঙ্গণ। এর সামনের সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো সামাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সংস্কৃতিকর্মীরা।
মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টিএসসি এলাকায় আসেন। এতে অংশ নিতে আসা নারীদের অনেকের পরনে শাড়ি আর মাথায় ছিল বর্ণিল ফুল। পুরুষদের পরনে পাঞ্জাবি। সবারই চোখে-মুখে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
শোভাযাত্রাকে ঘিরে বুধবার রাত থেকেই টিএসসিসহ ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ক্যাম্পাসে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
শোভাযাত্রার সামনে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের পর র্যাব, সোয়াটের বলয় দেখা যায়।
এ শোভাযাত্রায় বাজছিল ‘এসো হে বৈশাখ’ গানটি। এর সঙ্গে ঢাক-ঢোল পিটিয়ে তালে তালে নাচতে দেখা যায় অনেককে।