রাজধানীর মৌচাকে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তাদের ঘটনাস্থলে থেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মাকসুম পারভেজ রাসেল (৪২), স্ত্রী সখিনা আক্তার কাজল (৩২), ছেলে নাফিজ পারভেজ আযান (১২) ও মেয়ে জান্নতুল ফেরদৌস এশা (১০)।
দগ্ধ রাসেল জানান, তাদের বাসা বাড্ডা ডিআইটি প্রজেক্ট ১৬ রোডে। সন্ধ্যায় ইফতার শেষে পরিবার নিয়ে নিজেদের প্রাইভেট কার নিয়ে মৌচাক ফরচুন মার্কেটে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন। মৌচাক মোড়ে মার্কেটের বিপরীত পাশে আসলে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হয়।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে নিজাম বলেন, চারজন হাতে ও মুখে দগ্ধ হয়েছে। অবজারভেশনে রেখে তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা ভালো আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হবে।