রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। তাদের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। এদিকে বরাবরের মতো ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় ও পানির চাপ কমা থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।
বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রকি আল ফারুক নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে সেনাবাহিনীর সংযুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
তিনি জানান, রাত ১০ টা ৮ মিনিটে নবাবপুরের আইয়ুব ভবনের একটি গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে ১৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিসের গোডাউন তা আমরা এখনও নিশ্চিত নই।