নওগাঁর রাণীনগরে চাচা শ্বশুরের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগীর স্বামীর ভাষ্য, গত ৫ এপ্রিল তিনি দুই সন্তানকে সঙ্গে নিয়ে গ্রামের মসজিদে তারাবির নামাাজ পড়তে যান। পরে বিদ্যুৎ চলে গেলে জামাল উদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি তার স্ত্রীকে ধর্ষণ করেন । অভিযুক্ত জামাল ভুক্তভোগীর স্বামীর সম্পর্কে চাচা হন। বিষয়টি গত ৬ এপ্রিল জানাজানি হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস করা হয়। এতে কোনো সমাধান না হওয়ায় বুধবার এ ঘটনায় থানায় মামলা করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এত বড় একটি ঘটনার কথা স্থানীয় মেম্বার, চেয়ারম্যানসহ এলাকা কেউ আমাকে জানায়নি। মামলার তদন্ত যদি থানার ওপর ন্যাস্ত করা হয় তাহলে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।