বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হবে। নববর্ষের দিনে যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি ট্রাফিকের পক্ষ থেকে এ লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী রাজধানীর বেশকিছু সড়কে যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে বিকল্প সড়ক ও রোড ব্লকের ঘোষণা দেয়া হয়েছে।
যেসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে সেগুলো হলো- বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর; হোটেল ইন্টারকন্টিনেন্টাল–কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা; মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন; কেন্দ্রীয় শহীদ মিনার-টিএসসি এবং নীলক্ষেত-টিএসসি।
ডাইভারশন ও রোড ব্লক
বাংলামোটর ক্রসিং, পরীবাগ ক্রসিং, নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র, শাহবাগ ক্রসিং, মগবাজার ক্রসিং, মিণ্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, দুদক গলি, শিল্পকলা একাডেমি গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, সেগুনবাগিচা, কদম ফোয়ারা ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, শিববাড়ি ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট গলি, বিসিএস প্রশাসন গ্যাপ, সাকুরা গলি, সবজি বাগান ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং ও শহীদুল্লাহ হল ক্রসিং।
বর্ষবরণ অনুষ্ঠানে পার্কিংয়ের স্থান
নৌ-বাহিনী ভর্তি তথ্য কেন্দ্র থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত; জিরো পয়েন্ট থেকে ইউবিএল আব্দুল গণি রোড; মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি); শিল্পকলা একাডেমি গলি (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি); সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি); কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী এবং দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল পর্যন্ত।