রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। ২৫ লাখ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান হিসেবে দিয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগরওয়ালা। তাদের পাশে দাঁড়াতে অন্য ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান কেন্দ্রে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের কাছে অনুদানের ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনায় সকলের মতো আমি মর্মাহত। একজন ব্যবসায়ী হিসেবে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাই হিসেবে আমি পাশে দাড়িয়েছি। আমি সকল ব্যবসায়ী ভাইদের অনুরোধ করছি, আপনারাও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়ান।’
এ সময় বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আইএফআইসি ব্যাংকের সঞ্চয়ী হিসাব ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ সহায়তা তহবিল’ এবং ০২০০০৯৪০৬৬০৩১- এই নম্বরের মাধ্যমে দেশ-বিদেশ থেকে যে কেউ অর্থ সাহায্য পাঠাতে পারবেন।