বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আম কুড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দু’ভাইয়ের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১২ এপ্রিল, ২০২৩ ১৭:৩৪

মারফত মিয়া বলেন, ‘আমার স্ত্রী দুই ছেলেকে নিয়ে ফ্যাক্টরিতে যায়। শিশুরা বামৈল সাধুর মাঠে খেলাধুলা করে। কাজ শেষে মায়ের সাথে ওরা বাসায় চলে আসে। আজ তারা মাঠে না গিয়ে আম কুড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মৃত্যুর বিচার পাবো কি না জানি না।’

রাজধানীর ডেমরায় আম কুড়াতে যেয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আরিয়ান ও রায়হান নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শিশু দুটির বয়স যথাক্রমে ৮ বছর ও ২ বছর।

বুধবার দুপুর দেড়টার দিকে ডেমরার বামৈল সাধুর মাঠ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরির বিভাগের নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসেন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইয়াসির আরাফাত নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শী এই ব্যক্তি বলেন, ‘প্রায় ৪ বছর ধরে ঘটনাস্থল পাশের তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকি। দুপুরে আমার ঘরের জানালা দিয়ে পাশের বাড়ির গাছের গোড়ায় দেখতে পাই, কতগুলো কচু গাছের মাঝে ফাঁকা জায়গায় দুটি শিশু পড়ে আছে।

‘দ্রুত আম গাছের গোড়ায় ছুটে যাই। রাবারের স্যান্ডেল ও কাঠের টুকরো দিয়ে ওদেরকে টেনে আনার পর এলাকার কয়েকজনসহ ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘বাড়িওয়ালা দিপু মিয়াকে অনেক বার এলাকাবাসী বলেছেন যে আপনি এভাবে বিদ্যুতের তার পেঁচাবেন না, সমস্যা হতে পারে। কিন্তু তিনি কারও কথায়ই গুরুত্ব দেননি। তিন দিন আগে একটি কুকুর ওই গাছের গোড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আজ দুটি শিশুর প্রাণ গেল।’

শিশুদের পিতা মারফত মিয়া বলেন, ‘আমরা খুবই গরিব মানুষ। কোনোরকমে খেয়ে না খেয়ে ছেলেমেয়েদের নিয়ে দিন পার করছি। আগে ভ্যান চালাতাম। দুদিন আগে থেকে অটো চালাচ্ছি। আর আমার স্ত্রী বামৈল এলাকায় একটি ছাতা ফ্যাক্টরিতে কাজ করে।

‘আমার স্ত্রী দুই ছেলেকে নিয়ে ফ্যাক্টরিতে যায়। শিশুরা বামৈল সাধুর মাঠে খেলাধুলা করে। কাজ শেষে মায়ের সাথে ওরা বাসায় চলে আসে। আজ তারা মাঠে না গিয়ে আম গাছের গোড়ায় আম কুড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মৃত্যুর বিচার পাবো কি না জানি না।’

তিনি জানান, তাদের বাড়ি ময়মনসিংহের শম্ভুগঞ্জ থানার বাজিতপুর গ্রামে। ডেমরার বামন এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলি অবগত আছে।

এ বিভাগের আরো খবর