বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রান্নাঘরে ভুয়া টাইম বোমা রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি

  • প্রতিনিধি, মাদারীপুর    
  • ১২ এপ্রিল, ২০২৩ ১২:০১

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলাউল বলেন, ‘আমরা ঢাকা থেকে বোমা বিকল করা একটি টিম এনে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি যে, দুর্বৃত্তরা কয়েকটি পাইপ, গাম, পেন্সিল ব্যাটারি, তার, কয়েকটি বাজি ও একটি ঘড়ি ফিটিং করে একটি ভুয়া টাইম বোমা আকারে তৈরি করে রান্নাঘরে রাতের আঁধারে পেতে রেখেছিল। আসলে এটা তারা করেছে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য। তবে আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।’  

মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে একটি রান্নাঘরে ভুয়া টাইম বোমা পেতে রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এতে করে ভয়ে ওই এলাকা মুহুর্তের মধ্যে জন্যশুন্য হয়ে পড়ে।

উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের সবুজ চৌকিদারের রান্না ঘরে মঙ্গলবার ভোররাতে একটি ভুয়া টাইম বোমা তৈরি করে তা পেতে রাখে দুর্বৃত্তরা।

খবর পেয়ে থানা পুলিশের সহযোগীতায় ওই ভুয়া টাইম বোমটি উদ্ধার করা হয়। বুধবার সকালে গণমাধ‌্যমকে বিষয়‌টি নি‌শ্চিত করেন কাল‌কি‌নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সবুজ চৌকিদারের স্ত্রী সাবিনা বেগম ঘুম ভেঙ্গে রান্নাঘরে কাজ করতে গিয়ে পেতে রাখা ওই ভুয়া টাইম বোমাটি দেখে চিৎকার করেন। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পেতে রাখা বোমাটি দেখে ভয়ে তারাও বোম-বোম বলে চিৎকার করে উলটো দৌড় দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এ খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ভয়ে-আতঙ্কে একপর্যায়ে এলাকা জনশুন্য হয়ে পড়ে।

এ বিষয়টি জেনে কালকিনি থানার পুলিশ ওই পুরো বাড়িটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখে। তবে এ বিষয়টি নিয়ে দিনভর এক নাটকীয় রুপ ধারণ করে।

পরে দুপুরে পুলিশের সহযোগীতায় ঢাকা থেকে আগত বোমা বিকল করা একটি টিম এসে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলাউল, থানার ওসি মো. শামীম হোসেনসহ ইউপি সদস্যের উপস্থিতিতে ওই ভুয়া টাইম বোমটি উদ্ধার করেন। এতে করে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

ভুক্তভোগী সবুজ চৌকিদারের স্ত্রী সাবিনা বেগম বলেন, ‘রাতের আঁধারে কারা এটা করেছেন বলতে পারবো না। তবে আমাদের এলাকা ছাড়া করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। আমি আইনগতভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলাউল বলেন, ‘আমরা ঢাকা থেকে বোমা বিকল করা একটি টিম এনে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি যে, দুর্বৃত্তরা কয়েকটি পাইপ, গাম, পেন্সিল ব্যাটারি, তার, কয়েকটি বাজি ও একটি ঘড়ি ফিটিং করে একটি ভুয়া টাইম বোমা আকারে তৈরি করে রান্নাঘরে রাতের আঁধারে পেতে রেখেছিল। আসলে এটা তারা করেছে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য। তবে আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।’

এ বিভাগের আরো খবর