বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিভির এন্টেনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পল্লি চিকিৎসকের

  • প্রতিনিধি, ময়মনসিংহ    
  • ১১ এপ্রিল, ২০২৩ ০৯:৩১

ধোবাউড়া থানার পরিদর্শক তদন্ত মো. জালাল উদ্দিন জানান, এ ঘটনায় হাবিবুরের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ নেই। ফলে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

ময়মনসিংহের ধোবাউড়ায় টিভির এন্টেনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের চরেরভিটা গ্রামে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো ৪০ বছর বয়সী হাবিবুর রহমান পালোয়ান একই গ্রামের বাসিন্দা।

হাবিবুরের পরিবারের বরাত দিয়ে ধোবাউড়া থানার পরিদর্শক তদন্ত মো. জালাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বাসায় আসেন হাবিবুর। এসময় টিভির এন্টেনা লাগানোর চেষ্টা করলে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, এ ঘটনায় হাবিবুরের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ নেই। ফলে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো খবর