জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলমকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মাদক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই শামীম হোসেন নাফিজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।নাফিজের পক্ষে তার আইনজীবী মাহমুদুল হাসান জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর আগে ৯ এপ্রিল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, ডয়চে ভেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলমের বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম এবং পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার নামে ৯ এপ্রিল গভীর রাতে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার আবদুল আহাদ বলেন, ‘তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে অ্যারেস্ট করার সময় বাসায় অবৈধভাবে রাখা অনেকগুলো বিদেশি মদ পাওয়া গেছে। এ ছাড়া তার হেফাজত থেকে পুলিশ স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’