রংপুর নগরীর খামার পাড়া এলাকায় একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে নুর আলম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন।
সোমবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খামাড়পাড়ায় তাবলিগ মসজিদের পাশে ফকির চান নামের এক ব্যক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই পাশের মাজেদ মিয়ার একতলা বাড়ির ছাদে উঠে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে নূর আলম নামের এক যুবক ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। তাক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে নূর আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। পুলিশ তাদের থামাতে গেলে পুলিশের সঙ্গেও তাদের সংঘর্ষ বাধে। এ সময় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, আগুন নেভাতে একসঙ্গে অনেকেই একটি বাড়ির ছাদে উঠেছিল। সেখান থেকে নূর আলম নামের এক যুবক পড়ে গিয়ে মারা গেছেন। তবে কীভাবে ছাদ থেকে পড়েছে বা কেউ তাকে ধাক্কা দিয়েছে কি না, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।