বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিটি নির্বাচন সরকারের ফাঁদ, পা দেবে না বিএনপি: ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১০ এপ্রিল, ২০২৩ ২০:১৮

বিএনপি মহাসচিব বলেন, ‘নাফিজ মোহাম্মদ আলমকে (ডয়চে ভেলে প্রচারিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার প্রদানকারী) তুলে নেয়ার ঘটনা থেকে প্রমাণ হয় যে, র‌্যাব অসাংবিধানিক ঘটনাগুলোর সঙ্গে জড়িত। এখানে যারা কথা বলছে তাকেই তারা মুখ বন্ধ করার চেষ্টা করছে। এটা শুধু র‌্যাব নয়, মূলত এর দায়-দায়িত্ব সরকারের।’

পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের উদ্যোগ সরকারের ট্র্যাপ (ফাঁদ) বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি কোনো ট্র্যাপে পা দেবে না। বরং তাদের ট্র্যাপকে উল্টে ফেলে দেবে।’

সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের এক বিএনপি নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমাদের আন্দোলন একটাই- এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন নয় এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আর স্থানীয় সরকার নির্বাচন তো অনেক আগেই বাদ দিয়েছি।’

বিএনপির কোনো নেতা বা কর্মী স্বতন্ত্রভাবে সিটি নির্বাচনে অংশ নিতে চাইলে সে ক্ষেত্রে দলের অবস্থান কী হবে- এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জাতীয় সংসদে ৩০টি আসনও খুঁজে পাবে না। এটা হচ্ছে বাস্তবতা। সে কারণে তারা সন্ত্রাসের মাধ্যমে মামলা-মোকাদ্দমা ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের গণতান্ত্রিক কর্মসূচি পণ্ড করে আবারও ক্ষমতায় আসতে চায়।

‘আমরা খুব স্পষ্ট করেই বলেছি- তত্ত্বাবধায়ক সরকারের বিধান তারা যদি না নিয়ে আসে, তারা যদি পদত্যাগ না করে, তাহলে এদেশে কোনো নির্বাচন হবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নাফিজ মোহাম্মদ আলমকে (ডয়চে ভেলে প্রচারিত একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার প্রদানকারী) তুলে নেয়ার ঘটনা থেকে প্রমাণ হয় যে, র‌্যাব অসাংবিধানিক ঘটনাগুলোর সঙ্গে জড়িত। এখানে যারা কথা বলছে তাকেই তারা মুখ বন্ধ করার চেষ্টা করছে। এটা শুধু র‌্যাব নয়, মূলত এর দায়-দায়িত্ব সরকারের।’

তিন বলেন, ‘র‌্যাব রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। তারা সরকারের আজ্ঞাবহ, সরকার যেভাবে বলছে সেভাবে কাজ করছে। সরকার র‌্যাবকে ব্যবহার করছে। এখানে মূল দায়িত্বটা এসে পড়ে সরকারের ওপর। সেজন্য আমরা এই সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।’

এ বিভাগের আরো খবর