গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বিজ্ঞপ্তিতে জানান, সকাল ১০টা ৩০ মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছন, তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসাসেবা চলছে।
গণস্বাস্থ্য পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ৭ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাফরুল্লাহর অসুস্থতার কথা জানানো হয়। এতে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েক দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগেও আক্রান্ত।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসা দেয়া হচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে।