মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, ১৯ এপ্রিল শবে কদরের ছুটি। ঈদুল ফিতরের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল এক দিনের জন্য খোলা ছিল অফিস। এমন পরিস্থিতিতে সরকার ২০ এপ্রিল ছুটি ঘোষণা করেছে।
যাতায়াতের সুবিধার্থে ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিলকে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, ১৯ এপ্রিল শবে কদরের ছুটি। ঈদুল ফিতরের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল এক দিনের জন্য খোলা ছিল অফিস। এমন পরিস্থিতিতে সরকার ২০ এপ্রিল ছুটি ঘোষণা করেছে। এর ফলে ঈদের ছুটি শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে।