মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে।
রোববার দুপুরে সদর উপজেলার বালিরটেক বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত ওই শিক্ষক ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মিজানুর রহমান সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের খাবাশপুর এলাকার মৃত বিশু ব্যাপীর ছেলে। তিনি খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ ঘটনায় অভিযুক্ত রাজু আহমেদ সদর উপজেলার শহিদুল ইসলামের ছেলে। সে লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। গত বছর ৯ম শ্রেণির এই শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আফতাব উদ্দিনের ভাষ্য, ইভটিজিং ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২২ সালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজু আহমেদকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে হুমকি দিয়ে আসছিল সাবেক ছাত্র রাজু । ওই বহিষ্কারের জেরে প্রধান শিক্ষককের ওপরে এই হামলা করে রাজু ও তার সহযোগীরা। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সদর থানার মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রাজু আহমেদ ও তার সহযোগীদের আটকের চেষ্টা করা হচ্ছে।