বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিল্কভিটার ট্রাকচাপায় বাইকচালক নিহত

  • প্রতিনিধি, সাভার    
  • ৯ এপ্রিল, ২০২৩ ১৪:৩১

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ঢাকার ধামরাইয়ে মিল্কভিটার দুধ পরিবহনকারী একটি ট্রাকের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছর বয়সী চঞ্চল মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার চর নরান্দিয়া গ্রামের বাসিন্দা।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, মিল্কভিটার দুধ পরিবহনকারী একটি ট্রাক মানিকগঞ্জের পাটুরিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মোটরসাইকেল ওভারটেকিং করতে গিয়ে সামনাসামনি মিল্কভিটার ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ট্রাকটি সড়ক বিভাজন ভেঙ্গে ওপরে উঠে গেলে ঘটনাস্থলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় মিল্কভিটার ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকের চালক পালিয়ে যায়।

ওসি জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর