বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পায়ে বাইকের চাকা লাগায় পুলিশকে মারধর, ছাত্রলীগ নেতা আটক

  • প্রতিনিধি, বরিশাল   
  • ৯ এপ্রিল, ২০২৩ ০৯:৪১

ওই পুলিশ কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করা হয়েছে। আটক অন্যরা হলেন মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

বরিশালের আগৈলঝাড়ায় পায়ে মোটরসাইকেলের চাকার আঘাত লাগায় পুলিশের এক কনস্টেবলকে মারধর করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সঙ্গীরা।

উপজেলার বিএইচপি একাডেমির সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার ও পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম।

ওই পুলিশ কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করা হয়েছে। আটক অন্যরা হলেন মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

হামলার শিকার আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, ‘কনস্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিল। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটরসাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেয়ার পরেও তাকে মারধর করেছে। জাকির পাইক ও মনির পাইককে আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘পাইক বেয়াদব। এরা নব্য আওয়ামী লীগ হয়ে ধরাকে সরা জ্ঞান করেছে। এরা দলের জন্য ক্ষতিকর। এদের বিরুদ্ধে মামলা হবে।’

থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘ভুদেব বিশ্বাসের মোটরসাইকেলের চাকায় পায়ে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে জাকির পাইক তাকে ঘুষি দেয়। তখন তার সঙ্গে থাকা সহযোগীরা এলোপাতাড়িভাবে কিলঘুষি দেয়। তখন স্থানীয়রা এসে কনস্টেবল ভুদেব বিশ্বাসকে উদ্ধার করে।

‘পরে ভুদেব বিশ্বাস থানায় এসে বিষয়টি জানালে অভিযান করে জাকির পাইকের সহযোগী জহিরুল পাইক ও জিয়া পাইককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুদেব বিশ্বাস বাদী হয়ে মামলা করবে।’

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি থেকে জাকির পাইককে পুলিশ আটক করেছে। প্রশাসনের গায়ে হাত দেয়া সমর্থন করি না। যদি সে অন্যায় করে শাস্তি পাওয়া উচিত।’

এ বিভাগের আরো খবর