কুমিরা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে তরমুজবাহী ট্রাক উল্টে এক পথচারী ও তার ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বড়দারোগার হাট এলাকায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বড়দারোগার হাট এলাকার ৪০ বছর বয়সী সেলিম উদ্দিন ও তার ছেলে মো. মিনহাজ।
কুমিরা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, বড় দারোগার হাট এলাকায় সড়কের কাজ চলায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি তরমুজবাহী ট্রাক ওই পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে তরমুজ চাপা পড়ে পথচারী বাবা ছেলে নিহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।