রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালের সামনে থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিষের ভাষ্য, লোক মারফত খবর পেয়ে ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালের সামনে থেকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকা ওই ব্যক্তি অসুস্থজনিত কারণে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক( এসআই) নুরে আলম মুন্সী বলেন, তাৎক্ষণিক ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
অপরদিকে ঢামেক হাসপাতালের কিচেন স্টোরের সামনে থেকে অজ্ঞাতনামা আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক( এসআই) মো. সেলিম জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বাগান গেট সংলগ্ন কিচেন স্টোরের সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, হাসপাতালের আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে যে, মৃত ব্যক্তি তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করতেন এবং রাতে সেখানে ঘুমাতেন। এ পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। সিআইডির ক্রাইম সিনকে ফিঙ্গারপ্রিন্ট নেয়ার পর পরিচয় জানা যেতে পারে।