বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদযাত্রায় কতটা প্রস্তুত কুমিল্লার ১০০ কিলোমিটার মহাসড়ক

  •    
  • ৮ এপ্রিল, ২০২৩ ১১:০৫

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘অতীতের তুলনায় বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০০ কিলোমিটার অংশ অনেক ভালো আছে। এ মুহূর্তে দাউদকান্দির হাসানপুরে চট্টগ্রামমুখী লেনের সংস্কার কাজ চলছে। খুব শীঘ্রই সংস্কার কাজ শেষ হবে। এ ছাড়া মহাসড়কের কোথাও সংস্কার দরকার হয় তা করা হবে। তবে ঈদের পাঁচদিন আগে আর কোনো সংস্কার কাজ হবে না।’

প্রতি বছরই মহাসড়কে গাড়ির চাপ কিংবা যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় বিড়ম্বনা দেখা দেয়। এতে দুশ্চিন্তা নিয়ে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে রওনা করেন বিভিন্ন পেশার লোকজন। এ বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০০ কিলোমিটার সড়ক ঘরমুখো মানুষের জন্য কতটা প্রস্তুত তাই নিয়ে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০০ কিলোমিটার অংশে সবচেয়ে বেশি যানজট সৃষ্টি হয় দাউদকান্দি টোল প্লাজা এলাকায়। এ ছাড়াও গৌরীপুর বাজার ও চান্দিনা উপজেলার বেশ কয়েকটি এলাকায়। এ ছাড়াও রয়েছে বুড়িচং উপজেলার নিমসার বাজার। এই জায়গাগুলোতে যানজট এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

বছরজুড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে সংস্কার কাজ চলমান থাকা কিংবা কোথাও সড়ক দুর্ঘটনায় গাড়ি সরাতে দেরি হলেই যানজট দীর্ঘতর হয়। এসব কারণে বছরের বিভিন্ন সময় মহাসড়কটির কুমিল্লার অংশ সংবাদের শিরোনাম হয়।

এছাড়াও গত কয়েকদিন মহাসড়ক ও মহাসড়ক সংলগ্ন এলাকায় গাড়ি থামিয়েও ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া ঈদের আগে মহাসড়কে ডাকাতি বেড়ে যায়। নতুন নতুন পরিকল্পনায় ডাকাতরা সংঘবদ্ধ হয়ে লুটে নেয় ঘরমুখো মানুষের মূল্যবান মালামাল। ডাকাতদের হামলায় হতাহতরা ঈদের দিনটি পার করেন হাসপাতালে। ঈদের আনন্দ তখন দুঃখে পরিণত হয়। তাই আসন্ন ঈদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কতটা যানজটমুক্ত ও নিরাপত্তা বলয়ে থাকবে এ নিয়ে প্রশ্ন উঠেছে।

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘অতীতের তুলনায় বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০০ কিলোমিটার অংশ অনেক ভালো আছে। এ মুহূর্তে দাউদকান্দির হাসানপুরে চট্টগ্রামমুখী লেনের সংস্কার কাজ চলছে। খুব শীঘ্রই সংস্কার কাজ শেষ হবে। এ ছাড়া মহাসড়কের কোথাও সংস্কার দরকার হয় তা করা হবে। তবে ঈদের পাঁচদিন আগে আর কোনো সংস্কার কাজ হবে না।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়াও মহাসড়ক সংলগ্ন চান্দিনা ও গৌরীপুর বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সিসি ক্যামেরায় যানজট সৃষ্টির কারণ খুঁজে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে।’

এদিকে মহাসড়কের নিরাপত্তা নিয়ে কুমিল্লা হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ। এজন্য নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যেই বিভিন্ন যানবাহনের মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় মিটিং সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, কুমিল্লা রিজিয়নের ২২টি থানা ফাঁড়ির ২ পালায় ৬৪টি পেট্রোল টিমের পাশাপাশি কোনো ইমার্জেন্সি সামাল দিতে থাকবে ৩০টি কুইক রেসপন্স টিম। যেকোনো ধরনের দুর্ঘটনা বা প্রতিবন্ধকতা দূর করতে ৫টি সরকারি ও ১২টি বেসরকারি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স থাকছে দুর্ঘটনায় হতাহতের সেবার জন্য।

এই সময়ে মহাসড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো যানবাহন না থামানোর নির্দেশনা দেয়া হয়েছে যান চলাচল নির্বিঘ্ন করতে। এ ছাড়া ২টি গোয়েন্দা টিম কাজ করবে রমজান মাসব্যাপী। একটি পূর্ণাঙ্গ কন্ট্রোল রুমের পাশাপাশি থাকবে ৫টি সাব কন্ট্রোলরুম। হাইওয়ে পুলিশের সদস্যদের পাশাপাশি এবারও বিশেষ ইউনিফর্মে থাকবে হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর ১০০ প্রশিক্ষিত সদস্য।

হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘আমি নিজেই একটি স্পেশাল টিমসহ মহাসড়কের শৃঙ্খলা তদারকি করব।’

এ বিভাগের আরো খবর