চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দক্ষিণ ক্যাম্পাস সংলগ্ন একটি জমি থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এরিয়ার একটি বাড়ির গেইট সংলগ্ন জমি থেকে সাপটিকে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সাপটিকে বিশ্ববিদ্যালয়ের গোল পুকুর সংলগ্ন নির্জন পাহাড়ে অবমুক্ত করা হয়।
খবর পেয়ে সাপটিকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক আছির উদ্দিন।
ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক আছির উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী রাতুল থেকে খবর পেয়ে আমরা সাপটিকে উদ্ধার করি। উদ্ধার শেষে গোলপুকুর সংলগ্ন নির্জন পাহাড়ে সাপটিকে জীবিত অবস্থায় অবমুক্ত করা হয়।’
তিনি আরও বলেন, ‘সাপটি বার্মিজ পাইথন বা অজগর সাপ। এটি প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা হবে, ওজন প্রায় ২ কেজির মতো। এখন বর্ষার শুরু, সাপেরা শীতনিদ্রা শেষে বেরিয়ে আসতে শুরু করেছে। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’