বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কারখানায় আটকে রেখে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

  • প্রতিনিধি, মাদারীপুর   
  • ৭ এপ্রিল, ২০২৩ ১৯:১৮

মেয়েটির বাবা ব‌লেন, 'আমার মে‌য়ের সঙ্গে অ‌শোভন কাজ ক‌রেছেন মিজান। আমি শিবচর থানায় অ‌ভি‌যোগ দেবো। যা‌তে ভ‌বিষ্যতে এমন আচরণ কর‌তে কেউ সাহস না পায়।'

মাদারীপুরের শিবচরে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে কারাখানার ভেতর আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে।

শুক্রবার নয়টার সময় উপজেলার একটি পোড়া জ্বালানি তেলের কারখানায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর থেকেই কারখানার মালিক ৫০ বছর বয়সী মিজান সরদার পলাতক রয়েছেন। অভিযুক্ত মিজান মাদবরেরচরের শিকদারকান্দী গ্রামের লুৎফর রহমানের ছেলে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, মবিলের কারখানার পাশেই নানা বাড়িতে থেকে পড়শোনা করত ওই শিক্ষার্থী। ওই কারখানায় মেয়েটি তার বন্ধু সাজ্জাতের সঙ্গে দেখা করতে গেলে মিজান তাকে কৌশলে আটকে রেখে ধর্ষণ করেন।

মেয়েটির বাবা ব‌লেন, 'আমার মে‌য়ের সঙ্গে অ‌শোভন কাজ ক‌রেছেন মিজান। আমি শিবচর থানায় অ‌ভি‌যোগ দেবো। যা‌তে ভ‌বিষ্যতে এমন আচরণ কর‌তে কেউ সাহস না পায়।'এবিষয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । য‌দি নির্যা‌তিতার প‌রিবার লি‌খিত অ‌ভি‌যোগ দেয়, তাহ‌লে ব্যবস্থা নেয়া হবে।'

এ বিভাগের আরো খবর