রাজধানীর বঙ্গবাজারে আগুনের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
বংশাল থানায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার এ মামলা করে বলে নিউজবাংলাকে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন।
তিনি জানান, বঙ্গবাজারে ভয়াবহ আগুনের পর অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের ওপরও হামলা করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের দিন পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিসি জাফর হোসেন।
এদিকে, অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের ওপর হামলা ও সদরদপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা করার কথা রয়েছে।
বৃহস্পতিবার বংশাল থানায় মামলা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
এছাড়া এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
৪ এপ্রিল সকাল ৬টার কিছু সময় পর বঙ্গবাজার মার্কেটে ওই আগুনের ঘটনা ঘটে। এতে বঙ্গবাজার পুরোপুরি পুড়ে যাওয়ার পাশাপাশ আশপাশের কয়েকটি মার্কেটও ক্ষতিগ্রস্ত হয়।
আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট। ওই সময় আগুন নিয়ন্ত্রণে অবহেলার দাবি তুলে ফায়ার সার্ভিস ও পুলিশের ওপর হামলা করেন কেউ কেউ।