বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৬ এপ্রিল, ২০২৩ ১২:২৬

খিলক্ষেত থানার এসআই মো. ইসমত আলী জানান, খবর পেয়ে বুধবার বিএনকে হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে আসা হয়।

রাজধানীর রাজারবাগে বেসরকারি বিএনকে হাসপাতাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল চারটার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

২৮ বছর বয়সী মো. সুজনের গ্রামের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিরামপুরে। তিনি খিলক্ষেত নিকুঞ্জ খাঁ পাড়া এলাকায় থাকতেন।

সুজনের পরিবারের বরাত দিয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমত আলী জানান, পারিবারিক কলহের জেরে ১ এপ্রিল সুজন কীটনাশক পান করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দালালের খপ্পড়ে পড়ে রোগীর স্বজনেরা সুজনকে ঢাকা মেডিক্যাল থেকে রাজারবাগ বিএনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে বুধবার বিএনকে হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে আসা হয়।

সুজনের খালু গাজী মিজানুর রহমান বলেন, ‘সুজনের দুই স্ত্রী। প্রথম স্ত্রী বছরখানেক আগে তাকে তালাক দিয়ে চলে যায়। তার ঘরে দুটি সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীকে নয় মাস আগে বিয়ে করেন। এই স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া হতো। এসব বিষয় নিয়ে ১ এপ্রিল দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে কীটনাশক পান করে সুজন।’

এ বিভাগের আরো খবর