রমজান উপলক্ষে স্বর্ণে মোড়ানো এক বিশেষ ধরনের জিলাপি এনেছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ।
২০ হাজার টাকা কেজির এই জিলাপি পাওয়া যাচ্ছে মঙ্গলবার থেকে। হোটেলে বসে খাওয়ার পাশাপাশি এই জিলাপির হোম ডেলিভারিও চালু হয়েছে।
তবে একজন ক্রেতা চাইলেই এক পিস বা অল্প পরিমাণ স্বর্ণের জিলাপি কিনতে পারবেন না। ন্যূনতম আধা কেজি কেনা যাবে এই বিশেষ জিলাপি।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের জুনিয়র অ্যাসোসিয়েট মো. মনির নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার থেকে স্বর্ণে মোড়ানো জিলাপি বিক্রি হয়েছে। কমপক্ষে আধা কেজি কেনা যাবে জিলাপি। সে ক্ষেত্রে দাম পড়বে ১০ হাজার টাকা।’
মনির বলেন, ‘যে কেউ চাইলে হোম ডেলিভারিও দেয়া হবে স্বর্ণের জিলাপি। এ জন্য ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।’
হোটেল কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টেও স্বর্ণের জিলাপি বিক্রির তথ্য নিশ্চিত করেছে। ওই পোস্টের সঙ্গে দেয়া হয়েছে এ বিশেষ জিলাপির ছবিও।
গহনা হিসেবে ব্যবহারের পাশাশি আরেক ধরনের বিশেষ স্বর্ণ খাবার হিসেবেও ব্যবহার করা যায়। ইন্টারকন্টিনেন্টাল সেই স্বর্ণই ব্যবহার করেছে এই জিলাপিতে।
২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে মোড়ানো জিলাপিতে প্রতি কেজিতে থাকছে খাবার উপযোগী স্বর্ণের ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত।
অবশ্য দেশে স্বর্ণ দিয়ে খাবার তৈরির ঘটনা এটিও প্রথম নয়। এর আগে গত বছরের জুলাইয়ে স্বর্ণে মোড়ানো আইসক্রিম বিক্রি করে হইচই ফেলেছিল রাজধানীর বনানীর পাঁচ তারকা হোটেল সারিনা।