সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় তিন আসামিকেই খালাস দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এই রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
খালাসপ্রাপ্তরা হলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারীর ২৯ বছর বয়সী জহুরুল হক ওরফে জসিম, ২৮ বছর বয়সী মো. হাসান, ও জসিমের স্ত্রী ২২ বছর বয়সী আর্জিনা ওরফে রাজিয়া সুলতানা।
সিলেট সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুননালের বিশেষ পিপি মুমিনুর রহমান টিটু জানান, ২০১৭ সালের ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযানের সময় এই ৩ আসামি অন্য একটি মামলায় চট্রগ্রামে কারাগারে ছিলেন। এছাড়া এ ঘটনায় সাথে জড়িত সব জঙ্গি ঘটনাস্থলেই মারা গেছেন। তাই সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন বিচারক।
আসামিপক্ষের আইজীবী এডভোকেট শাহ আলম বলেন, ‘এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে অন্য মামলা থাকায় আসামিদের কারাগারেই থাকতে হবে বলে জানান এই আইনজীবী।’
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মার্চ দিবাগত রাত থেকে আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। অভিযানে র্যাব, পুলিশ, পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), সেনাবাহিনীর কমান্ডো দল অংশ নিয়েছিল। সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’ শেষে ভবনের ভেতর থেকে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
অপারেশন চলাকালে আতিয়া মহল থেকে কিছু দূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে র্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, দুই পুলিশ সদস্যসহ সাতজন নিহত হন।