বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

  • প্রতিনিধি, ময়মনসিংহ    
  • ৫ এপ্রিল, ২০২৩ ০৯:৪৮

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় রুবেলের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার ব্যাটারি চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাঁচানী গ্রামে মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো ২৯ বছর বয়সী রুবেল মিয়া একই গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশাচালক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, সারাদিন অটোরিকশা চালিয়ে ইফতার করতে সন্ধ্যার আগ মুহুর্তে বাড়িতে আসেন রুবেল। এসময় তার গাড়ির ব্যাটারি চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্ত্রী সাড়াশব্দ না পেয়ে চার্জের ঘরে গিয়ে দেখতে পান রুবেল মাটিতে পড়ে আছে। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও বলেন, এ ঘটনায় রুবেলের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর