ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) শাহজাহান শিকদার মঙ্গলবার রাতে এ তথ্য জানান।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম, ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র ও ঢাকা জোন-১ এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ।