রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। এ সময় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এখানে দুই থেকে তিন হাজার দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রায়ই দেখি এ ধরনের ঘটনায় তদন্ত হয়, প্রতিবেদন জমা হয়। কিন্তু প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নেয়া হয় না। আমরা মনে করি, সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আর যাদের গাফিলতির কারণে এমন অগ্নিকাণ্ড ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে।