নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।
পলাশ উপজেলার টান ঘোড়াশাল এলাকায় রেলক্রসিংয়ে মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়সী সহকারী প্রকৌশলীর খোরশেদ আলম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাত নম্বর ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে ঘোড়াশালের দিকে যাওয়ার পথে টান ঘোড়াশাল এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই খোরশেদ আলম নিহত হন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের লোকজন এসে মরদেহ বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যায়।
খোরশেদের সহকর্মীদের বরাত দিয়ে তিনি আরও জানান, মোটরসাইকেলে নিজ কর্মস্থল থেকে মঙ্গলবার সকালে টঙ্গী ট্রেনিং সেন্টারে যাচ্ছিল খোরশেদ আলম। রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে আইনি প্রক্রিয়া চলছে।